মোহাম্মদ হেবজু মিয়া:
মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ কুয়েতে প্রবাসীদের জন্য রয়েছে ব্যবসা-বাণিজ্যের অপার সম্ভাবনা। এ সুযোগকে কাজে লাগিয়েছে দেশটিতে বসবাসরত ভারতীয়রা। একের পর এক মেগা বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলছে তারা। অথচ দেশটিতে বিপুল বাংলাদেশি বসবাস করলেও ব্যবসায় তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ নেই। অথচ উদ্যোগ নিলে কুয়েতে দাপট দেখাতে পারে বাংলাদেশি ব্যবসায়ীরাও।
৪৮ লাখ জনসংখ্যার কুয়েতের ৩৪ লাখই প্রবাসী। আর স্থানীয় ১৪ লাখের মধ্যে প্রায় সবাই উচ্চবিত্ত। বিলাসী জীবনযাপনে অভ্যস্ত এই স্থানীয়দের বেশিরভাগেরই ব্যবসায়-বাণিজ্যে আগ্রহ নেই। কাজেই দেশটির ব্যবসা খাতে দাপিয়ে বেড়াচ্ছে প্রবাসীরা। এক্ষেত্রে রীতিমতো আধিপত্য বিস্তার করেছে ভারতীরা।
কুয়েতে একের পর এক নামীদামী শপিংমল, হাইপার মার্কেট, সুপার মার্কেট বানাচ্ছে ভারতীয়রা। এসব মার্কেট নিজ দেশ থেকে পণ্য নিয়ে বিক্রি করে তারা। এছাড়া অন্য ভারতীয়দের কর্মসংস্থানও তৈরি করছে তারা।
এদিকে, উল্টো চিত্র বাংলাদেশের। অন্তত ৩ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে কুয়েতে। সুযোগ থাকলেও দেশটির ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশিদের তেমন অংশগ্রহণ নেই। কিছু সংখ্যক বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায় জড়িত।
দেশটির বাংলাদেশি প্রবাসীরা মূলত শ্রমিক শ্রেণির। সম্প্রতি স্বাস্থ্যখাতে কাজ শুরু করেছেন বাংলাদেশিরা। এরইমধ্যে বাংলাদেশ থেকে কয়েক দফায় কুয়েতে গেছেন স্বাস্থ্যকর্মীরা। তবে কুয়েতে বসবাসরত সামর্থ্যবান বাংলাদেশিরা উদ্যোগ নিলেই এ সমস্যা সমাধান সম্ভব-বলছেন প্রবাসীরা।
এসজেড/
Leave a reply