গাজীপুরে বিলুপ্ত প্রজাতির তক্ষক ও ইয়াবাসহ গ্রেফতার ৬

|

বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সদস্য।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির সরীসৃপ প্রাণী তক্ষক ও ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মহানগর পুলিশের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- তক্ষক পাচারকারী মাসুদ রানা (৫৩), ইদ্রিস আলী (৪৮) ও শাহিন আলম (৪২) এবং মাদক ব্যবসায়ী মুন্নী বেগম (৩০), নজরুল ইসলাম (৫২) ও মিলন মোল্লা (২৩)।

ইয়াবাসহ আটক তিন মাদক কারবারি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে সিসিটিভি ক্যামেরা ও প্রিন্টারের ভেতর ভরে কুরিয়ার সার্ভিসের পাচারকালে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদব্যগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে বাসন থানা এলাকায় আসছিল। এ সময় পাচারের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।

একইদিন সকাল ১১টার দিকে আউটপাড়া এলাকায় অপর এক অভিযানে বিলুপ্তপ্রায় তক্ষক পাচারের সময় সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।

এ বিষয়ে পুলিশের উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, দুই ঘটনায় বাসন থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply