ফুটবলে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দী দল ব্রাজিল। সেই ব্রাজিলেই ফুটবল জাদুকর মেসির পায়ের ছাপ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। মারাকানা স্টেডিয়ামের পরিচালনাকারী রিও ডি জেনেইরোর ক্রীড়া সুপারিনটেনডেন্টস মেসিকে এই আমন্ত্রণ জানান।
বিশ্বকাপে চমৎকার পারফরমেন্সে দলকে অধরা সোনালি ট্রফি জেতানোর পর চারদিকে শুধু তারই জয়গান বইছে। যে হাওয়া বইছে ব্রাজিলেও। তাইতো বিশ্বসেরা এই ফুটবল জাদুকরের পায়ের ছাপ রাখার জন্য মারাকানার ‘হল অব ফেমে’ আমন্ত্রণ জানানো হয়েছে। এই স্টেডিয়ামের ‘হল অব ফেমে’ কিংবদন্তি বেশ কয়েক ফুটবলারেরই পায়ের ছাপ সংরক্ষিত আছে। তাদের মধ্যে আছেন পেলে, রোনালদো নাজারিও, জিকো, দিয়ান পেতকোভিচ প্রমুখ।
সুপারিনটেনডেন্টসের সভাপতি আদ্রিয়ানো সান্তোস আর্জেন্টাইন এফএ এর মাধ্যমে মেসির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। মেসি ব্রাজিলের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে গেলে বিরাট সম্মানে ভূষিত হবেন বলেও জানা গিয়েছে। সেই সাথে ফুটবলের কিংবদন্তিদের সঙ্গেই তার পায়ের ছাপও থাকবে মারাকানায়।
/এমএন
Leave a reply