জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনায় সেপ ব্লাটার

|

ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের রেশ এখনও কাটেনি। কাতারের আয়োজন থেকে শুরু করে বিভিন্ন দেশের অংশগ্রহণ দিয়ে সাড়া বিশ্বের প্রশংসা কুড়াচ্ছে এবারের আসর। তবে টুর্নামেন্ট শেষ হতে না হতে ফিফার কার্যক্রম নিয়ে বোমা ফাঁটালেন কাতারের বিশ্বকাপ সত্ত্ব পাওয়ার সময়ের সভাপতি সেপ ব্লাটার।

ফিফার সাবেক এই সভাপতির মতে, ফুটবলের মঙ্গল নয় বরং ব্যবসায়িক দিক বেশি বিবেচনা করছে ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাটি। সম্প্রতি জার্মান সাপ্তাহিক ডাই জেইটকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব বিষয়ে বলেন।
তার সব থেকে বড় সমালোচনা বিশ্বকাপে ৪৮ দেশের অংশগ্রহণ আর ক্লাব বিশ্বকাপ নিয়ে। সেপ ব্লাটারের মতে, খেলোয়াড়দের ইউরোপীয়ান লিগগুলোর দিকে ঠেলে দিচ্ছেন ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো।

সেপ ব্লাটার বলেন, লেবু বেশি চাপলে তিতা হয়ে যায়। বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণের কোনো যৌক্তিকতা দেখি না আমি। বিষয়টা ব্যবসায়িক চিন্তার প্রমাণ। ইনফান্তিনো যেভাবে কাজ করছেন সে নিজের লাভ ছাড়া কিছু ভাবছেন না। সে সকল খেলোয়াড়দের ইউরোপীয়ান লিগগুলোর দিকে ঠেলছে। নিজের প্রভাব খাঁটিয়ে দায়িত্বের সময়কাল বাড়িয়ে চলছে। যে তার সাথে সমোঝোতা করতে রাজি হয় না, তাকেও বরখাস্ত করছে। এভাবে ফুটবলের ভালো হয় না।

দুর্নীতির অভিযোগে ফিফা থেকে বরখাস্ত করা হয়েছিল সেপ ব্লাটারকে। তবে তার ওপর ভুল অভিযোগ করা হয়েছিল, এমনটা জানান। আর এই সব কিছুর জন্য দায় চাপালেন ইনফান্তিনোর ওপর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply