ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ষষ্ঠবারের মতো দায়িত্ব গ্রহণে আর কোনো বাধা রইলো না বেনিয়ামিন নেতানিয়াহুর। বুধবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে টুইটবার্তায় জানান, তার নেতৃত্বে সরকার গঠনে সম্মত হয়েছে কট্টর ডানপন্থী দলগুলো।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বেধে দেয়া সময়সীমা পার হওয়ার মাত্র কয়েক মিনিট আগে আসে এ ঘোষণা। নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পান নেতানিয়াহু। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে চলছিল টানাপোড়েন। দেশটিতে কট্টর ডানপন্থীদের উত্থানে আগ্রাসন বাড়বে বলে শঙ্কায় ফিলিস্তিনিরা।
ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে পশ্চিমাদের প্রস্তাবিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন করে না নেতানিয়াহু জোটের সদস্যরা। পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের অংশ হিসেবে দেখতে চায় নেসেটে ৩য় অবস্থানে থাকা রিলিজিয়াস জিয়নিজম পার্টি। অঞ্চলটিতে বসতি স্থাপন প্রকল্পের দায়িত্বও দেয়া হয়েছে কট্টরপন্থী দলটিকে।
/এমএন
Leave a reply