সংকট সমাধানে আলোচনায় বসতে ইতিবাচক সৌদি আরব ও ইরান

|

রিয়াদ-তেহরান আলোচনার বিষয়ে ইতিবাচক বার্তা দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান জানান, দুই দেশের মধ্যে চলমান সংকট সমাধানে এক টেবিলে বসার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। খবর এপির।

জর্ডানে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনের পর আমির আব্দুল্লাহিয়ান জানান, তেহরানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আছে রিয়াদ। এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে বৈঠক করার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দুই দেশের আলোচনার বিষয়ে কথা হয়। ইরাক ইস্যুতে আলোচনার জন্য গতকাল বুধবার (২১ ডিসেম্বর) জর্ডানে শুরু হয় এই আঞ্চলিক সম্মেলন। আরব দেশগুলোর পাশাপাশি এতে অংশ নিয়েছে ফ্রান্সও। ইরাক ইস্যুটি ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি ও বাণিজ্য বিষয়েও আলোচনা করেন নেতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply