‘আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে দূতাবাস খোলার সিদ্ধান্ত চূড়ান্ত হবে’

|

ফাইল ছবি

মার্চে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। তখনই দূতাবাস খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে, রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে আয়োজিত বিশেষ শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা, এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, এজন্য কিছু আনুষঙ্গিক কাজ আছে, যেগুলো করতে হবে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা বড় দেশ। তাদের সাথে ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ আছে। তাছাড়া বাংলাদেশের প্রতিভাবান ফুটবলারদের আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply