এফ এ কাপের হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি-লিভারপুল

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উন্মাদনার রেশ কাটতেই বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে এফ এ কাপের রাউন্ড অব সিক্সটিনের বাঁচা-মরার লড়াইয়ে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের আশা মোটামুটি শেষ অলরেডদের, তাই ক্লপের শিষ্যরা এফ-এ কাপ শিরোপা ঘরে তুলতে মরিয়া হয়ে আছে। অন্যদিকে শেষ ম্যাচে এনফিল্ডে হারার প্রতিশোধ নিতে অলরেডদের মুখোমুখি হবে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

ইপিএলে ১৪ রাউন্ডের খেলা শেষে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ে টেবিলের ছয়ে অবস্থান অলরেডদের। চ্যাম্পিয়ন্স লিগের পর এখন ইউরোপা লিগে খেলা নিয়ে শঙ্কা রয়েছে ক্লাবটির। তাই তো এফ এ কাপের ট্রফিতেই বেশি মনোযোগ ইয়োর্গান ক্লপের। সবশেষ ৩ ম্যাচে সিটিজেনদের হারানো লিভারপুল নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে মরিয়া।

বিপরীতে লিগ টেবিলে আর্সেনালের থেকে মাত্র ৫ পয়েন্ট দূরে থাকা ম্যানচেস্টার সিটি এফ এ কাপের শিরোপার দৌড়ে টিকে থাকতে চায়। যদিও ২০২১ সালের ফ্রেব্রুয়ারির পর লিভারপুলকে হারাতে পারেনি পেপ গার্দিওলার দল। পাশাপাশি ২০২০ সালের জুলাই মাসে সবশেষ নিজেদের মাঠে লিভারপুলকে হারাতে পেরেছিল ম্যান সিটি। তাই ঘরের মাঠে জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নিতে চায় ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত ২টায় ইতিহাদে শুরু হবে এফ এ কাপের রাউন্ড অব সিক্সটিনের শেষ ম্যাচটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply