‘মুক্তিযোদ্ধাদের অবদান যারা অস্বীকার করে, তারাই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র করেছে’

|

মীর জাফরের গোষ্ঠী এখনও দেশে আছে। যারা মুক্তিযোদ্ধাদের অবদানকে স্বীকৃতি দেয় না, তারাই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করছে। যুদ্ধের সময় বর্ডার এলাকাতে থাকা শহীদ মুক্তিযোদ্ধাদের কবর চিহ্নিত করে দেশে নিয়ে আসার কথাও জানান মন্ত্রী। আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধারা সরকারের পাশে থাকবেন বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply