একই পাসওয়ার্ডে নেটফ্লিক্স দেখেন? বছর শেষে খারাপ খবর

|

পাসওয়ার্ড শেয়ার করে আমরা অনেকেই নেটফ্লিক্স দেখি। ফলে বেঁচে যায় বেশ কিছু টাকা। কিন্তু নতুন বছর থেকে এমনটি আর করা যাবে না। ২০২৩ সাল থেকে জারি হবে নতুন নিয়ম। পাসওয়ার্ড হয়ে যাবে একান্তই ব্যক্তিগত। পরিবারের বাইরে তা আর শেয়ার করা যাবে না। খবর ইন্ডিয়া ট্যুডের।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু মানুষ নেটফ্লিক্স দেখেন। কিন্তু সেই তুলনায় কম হচ্ছে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মটির আয়। সমীক্ষাতে এমন তথ্য ধরা পড়ার পরই অনুসন্ধান শুরু করে কর্তৃপক্ষ।

সংস্থাটির প্রধান রিড হেস্টিংস জানিয়েছেন, একই পাসওয়ার্ড কতজন মিলে ব্যবহার করছেন, তা ধরে ফেলবে নতুন প্রযুক্তি। আর ধরা মাত্রই পাসওয়ার্ড ছড়িয়ে পড়া আটকে দেবে সেটি। পাশাপাশি গ্রাহকসংখ্যার হিসাব যাতে যথাযথ হতে পারে, এ জন্য নতুন ব্যবস্থা চালু হবে। খুব শিগগিরই বিনামূল্যে পাসওয়ার্ড ভাগ করার অপশন বন্ধ হয়ে যাবে।

কর্তৃপক্ষের দাবি, একই পাসওয়ার্ড দিয়ে একাধিকজন অ্যাপ ব্যবহার করলে আয় কমে যায় প্রতিষ্ঠানটির। আর তাই লোকশান এড়াতে এই নতুন পদ্ধতি আনতে চলেছেন তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply