আখাউড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, সেই কাউন্সিলর কারাগারে

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল ওয়ার্কশপ ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে ছুরিকাঘাত ও দোকান ভাঙচুরের ঘটনায় কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত সুজন আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও রাধানগর বণিকপাড়ার মুরাদ মিয়ার ছেলে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে কাউন্সিলর সুজন মিয়া তার সহযোগীদের নিয়ে ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে মারধর ও ছুরিকাঘাত করে। এ ঘটনায় তোফাজ্জলের বড়ভাই জামির হোসেন বাদী হয়ে ওইদিন রাতেই একটি মামলা দায়ের করেন। মামলায় কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজন, তার পিতা মুরাদ মিয়া এবং কাউন্সিলরের দুই ভাইসহ ৬ জনকে আসামি করা হয়।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত কাউন্সিলর সুজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বাবা ও ভাইসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply