ক্ষমতার লড়াইয়ের ঊর্ধ্বে শিশুদের কথা ভাবতে হবে: পোপ

|

ভোগ আর ক্ষমতার লড়াইয়ের ঊর্ধ্বে গিয়ে যুদ্ধ ও দারিদ্রপীড়িত শিশুদের কথা স্মরণ করতে হবে। বড়দিনের আগে দেয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। খবর এপির।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্যাটিকান সিটিতে অনুসারীদের সাথে নিয়ে প্রার্থনার সময় এ আহ্বান জানান তিনি। বলেন, যীশু গরীব ছিলেন এবং দরিদ্র অবস্থায় মারা গিয়েছিলেন।

এসময় পোপ বলেন, সম্পদ আর ক্ষমতার লালসায় মানুষ ভাই-বোন-প্রতিবেশীদের ওপরও দখলদারিত্ব চালায়। এখনও কত জায়গায়, কত যুদ্ধ চলছে। মানবতা আর স্বাধীনতা উপেক্ষিত হচ্ছে। অর্থ আর ক্ষমতার লড়াইয়ে ভুক্তভোগী হচ্ছে শিশুরা। এই ক্রিসমাসেও কত শিশু যুদ্ধ, দারিদ্র, আর বৈষম্যের শিকার, যাদের কথা আমরা ভুলে যাচ্ছি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply