স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:
নরসিংদী জেলার বড় বাজারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে ২টি শর্টগান ও ১০ রাউন্ড গুলি লুট হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও জেলা কমান্ডেন্টের নরসিংদী জেলার সহকারী কমান্ডেন্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম।
তিনি বলেন, নরসিংদী বড় বাজারে অবস্থিত আনসার ক্যাম্পের ফাঁড়িতে আমাদের ৪ জন সদস্য ডিউটিতে ছিলো। রাত দেড়টার দিকে ১৫-২০ জন ডাকাত দলের সদস্য হাড়িয়াধোয়া নদীর পাশে অতর্কিতভাবে হামলা চালায় এবং কিছু বুঝতে পারার আগেই আনোয়ারুল ও জাফর ইকবালের কাছ থেকে ২টি শর্টগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পর নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।
আনসার সদস্য জাফর হোসেন বলেন, ১৫-২০ জন মুখোশধারী আমাদের ক্যাম্পের দরজা খোলা অবস্থায় হামলা চালিয়ে অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। ধারণা করছি, তাদের মুখোমুখি হওয়ায় এ ঘটনা ঘটেছে।
নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা তদন্ত করছেন। এ বিষয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমরা তাদের পাশে থেকে সাহায্য করছি।
নরসিংদী শহর শাখার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আনসার সদস্যরা ডাকাত দলের মুখোমুখি অবস্থানে থাকায় তাদেরকে মারধর করে অস্ত্র লুট করে পালিয়ে গিয়েছে। তাদের কেউ আহত হয়নি। বাজারের অন্য কোথাও ডাকাতির খোঁজ পাইনি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
এএআর/
Leave a reply