জয়রথ ধরে রেখে শীর্ষেই আর্সেনাল

|

ছবি: সংগৃহীত

ওয়েস্ট হ্যামের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও ৩-১ এর দুর্দান্ত জয় পেয়েছে আর্সেনাল। বুকায়ো সাকা, মার্টিনেল্লি এনকেতিয়ার গোলে টানা অষ্টম জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই ওয়েস্ট হ্যামকে চেপে ধরে আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ শানায় মিকেল আরতেতার শীষ্যরা। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো আর্সেনাল তবে, অফসাইডের বাধায় কাটা পড়ে এনকেতিয়ার গোলটি। ম্যাচের ২৪ মিনিটে সহজ সুযোগ মিস করেন অধিনায়ক মার্টিন ওডিগার্ড। ফাঁকা গোলপোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।

ছবি: সংগৃহীত

ম্যাচের ২৬ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় ওয়েস্ট হ্যাম, বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় তারা। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন সাইদ বেনরাহমা। ১-০ গোলে পিছিয়ে পরে আরও ক্ষিপ্ত হয়ে উঠে গানাররা। প্রথমার্ধের শেষ মূহূর্তে পেনাল্টিও পেয়ে যায় মিকেল আরতেতার শীষ্যরা। তবে,ভিএআরের কাটা তারে এবারেও বাতিল হয়। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

ছবি: সংগৃহীত

বিরতি থেকে ফিরেই আক্রমণ শানাতে থাকে গানাররা। ফলাফলও পেয়ে যায় হাতে নাতে, মার্টিন ওডিগার্ডের বাড়ানো বলে দুর্দান্ত গোল দিয়ে দলকে সমতায় ফেরান ফরোয়ার্ড বুকায়ো সাকা। এরপরই শুরু হয় আর্সেনালের গোলযাত্রা। প্রথম গোলের ঠিক ৫ মিনিট বাদেই দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান সেনসেশান মার্টিনেল্লি। মিডফিল্ডার ঝাকার ক্রস থেকে দলকে লিড এনে দেন তিনি।

ছবি: সংগৃহীত

ম্যাচের ৬৯ মিনিটে দলের তৃতীয় ও জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার এনকেতিয়া। ওডিগার্ডের এসিস্ট থেকে মৌসুমের প্রথম শুরুর একাদশে সুযোগ পাওয়া এনকেতিয়া গোল করলে ৩-১ এর বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মিকেল আরতেতার শীষ্যরা।

ছবি: সংগৃহীত

১৫ ম্যাচে ১৩ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা। দ্বিতীয় স্থানে থাকা নিউক্যাসেলের থেকে ৭ পয়েন্ট ব্যবধান বাড়ালো আর্সেনাল।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply