একটি-দু’টি নয়, একসাথে দুর্ঘটনার কবলে পড়লো দুই শতাধিক গাড়ি। এমন ঘটনার সাক্ষী হয়েছে চীনের ঝেংঝৌ শহর। এ ঘটনায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর সিএনএন এর।
বুধবার (২৮ ডিসেম্বর) চীনের ইয়েলো নদীর ওপর একটি সেতুতে ঘটে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। অন্যদিকে বরফ জমে রাস্তাঘাটও পিচ্ছিল হয়ে গিয়েছিল। এর ফলে বিপরীতমুখী একাধিক গাড়ির মধ্যে হয় সংঘর্ষ। এরপর সামনে থাকা একের পর এক যানবাহনে লাগতে থাকে ধাক্কা। একে অপরের ওপর উঠে যায় কিছু গাড়ি।
দেশটির আবহাওয়া বিভাগ জানায়, কুয়াশার তীব্রতায় ২০০ মিটারের নিচে নেমে আসে দৃষ্টিসীমা। সেকারণেই হয় এমন দুর্ঘটনা।
এসজেড/
Leave a reply