মেক্সিকোর কারাগারে দুর্ধর্ষ হামলায় নিহত ১৪, পালিয়েছে ২৪ কয়েদি

|

ছবি : সংগৃহীত

মেক্সিকোর একটি কারাগারে দুর্ধর্ষ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ১৪ জন নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। হামলা চলাকালে ২৪ জন কয়েদি কারাগার থেকে পালিয়ে যায়। খবর আলজাজিরার।

খবরে বলা হয়েছে, সীমান্তবর্তী চিহুয়া-হুয়া প্রদেশে এ ঘটনা ঘটে। রোববার (২ জানুয়ারি) এক বিবৃতিতে স্থানীয় প্রশাসন জানায়, স্থানীয় সময় সকাল ৭টার দিকে বেশ কয়েকটি গাড়িতে কারাগারের সামনে পৌঁছায় অস্ত্রধারীরা। পরে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। এ সময় ভেতরে দাঙ্গা শুরু করে কয়েদিরা। একপর্যায়ে নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।

নিহতদের মধ্যে ১০ জন কারাগারের নিরাপত্তা কর্মী। বাকি ৪ জন কয়েদি। সেনাবাহিনীর অভিযানে কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, মেক্সিকোর কারাগারগুলোয় প্রায়ই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত ঘটে। গত আগস্টে এক সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে রাজপথ পর্যন্ত। এতে নিহত হয় ১১ জন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply