মানুষের মরদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দিল নিউইয়র্ক

|

মানুষের মরদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। কেউ মারা গেলে তাদের স্বজনেরা চাইলেই তাদের মরদেহ জৈব সারে পরিণত করতে পারবেন। খবর বিবিসির।

গেলো বছর (৩১ ডিসেম্বর) নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল স্বাক্ষরিত এক ট্যাম্পের মাধ্যমে দেয়া হয় এই অনুমোদন। দাফন কিংবা দাহ করার পরিবেশবান্ধব বিকল্প হিসেবে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

কর্তৃপক্ষ জানায়, নির্দিষ্ট প্রক্রিয়ায় একটি কনটেইনারে মরদেহ রেখে ঢাকনা বন্ধ করে দিতে হবে। এ অবস্থায় কয়েক সপ্তাহ থাকার পর মরদেহ পচে জৈব সারে পরিণত হবে। যুক্তরাষ্ট্রে এ ধরনের জৈব সার বানানোর অনুমতি প্রথম দেয়া হয় ওয়াশিংটনে ২০১৯ সালে। এরপর এই প্রক্রিয়া জনপ্রিয়তা পায় কলোরাডো, ওরেগন, ভারমন্ট ও ক্যালিফোর্নিয়ায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply