দিল্লিতে তরুণীর মর্মান্তিক মৃত্যু; পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের

|

নিহত অঞ্জলি সিংয়ের বিধ্বস্ত স্কুটি ও ঘাতক প্রাইভেট কার।

সড়ক দুর্ঘটনা নয় বরং পরিকল্পতিভাবে হত্যা করা হয়েছে দিল্লির তরুণী অঞ্জলি সিংকে- এমন দাবি জানিয়েছে নিহতের পরিবার। খবর এনডিটিভির।

গত শনিবার (৩১ ডিসেম্বর) নিজের স্কুটারে করে যাচ্ছিলেন অঞ্জলি নামের ওই তরুণী। এ সময় পেছন থেকে তাকে ধাক্কা মারে একটি গাড়ি। ধাক্কা খেয়ে গাড়ির সামনে পড়ে গেলে তাকে ওই অবস্থাতেই টেনে হিচড়ে নিয়ে যায় সুলতানপুরি থেকে কাঞ্চনওয়ালা পর্যন্ত। পরে, সড়ক থেকে ওই তরুনীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ৫ জনকে।

এদিকে, নিহতের পরিবারের দাবি, যৌন নিগ্রহের পর হত্যা করা হয়েছে তাকে। ঘটনার সময় অঞ্জলির বন্ধুও সাথে ছিলেন বলে দাবি করেন নিহতের মা। এদিকে, ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply