করাচি টেস্ট: ইমামের ব্যাটে আশার আলো দেখছে পাকিস্তান

|

ইমাম উল হকের অপরাজিত ৭৪ রানের সুবাদে প্রাথমিক ধাক্কা অনেকটাই সামলেছে পাকিস্তান।

করাচি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। এর আগে, নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করে ৪৪৯ রান।

৩০৯ রানের পুঁজি ও ৪ উইকেট হাতে রেখে ২য় দিনের খেলা শুরু করেন কিউই ব্যাটার টম ব্লানডেল ও ইশ সোধি। স্কোরবোর্ডে ৩০ রান যোগ করে সাজঘরে ফিরেন টম ব্লান্ডেল। এরপর, ১১ রানের বেশি করতে পারেননি ইশ সোধিও। তিনি পরিণত হন নাসিম শাহের শিকারে। এরপর, ম্যাট হেনরি ও এজাজ প্যাটেলের পার্টনারশিপের সুবাদে ১ম ইনিংস ৪৪৯ রানের পুঁজি গড়ে কিউইরা।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ওপেনার আব্দুল্লাহ শফিককে হারায় স্বাগতিক পাকিস্তান। তবে, ইমাম-উল হকের ব্যাটিং দৃঢ়তায় ভালো অবস্থানের দিকে এগোতে থাকে তারা। দিনশেষে, ব্যক্তিগত ৭৪ রানে ইমাম উল-হক ও ১৩ রানে সাউদ শাকিল অপরাজিত আছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply