বেনফিকায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এনজো ফার্নান্দেজ!

|

আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত

শাস্তির মুখে পড়তে যাচ্ছেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। নববর্ষ উদযাপন করে সময়মত ফিরতে না পারায় এনজোর ওপর চটেছে তার ক্লাব বেনফিকা। এজন্য তাকে গুনতে হবে জরিমানা। খবর পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ড’র।

খবরে বলা হয়েছে, নতুন বছরে বেনফিকার দুটি অনুশীলন সেশন মিস করেছেন এনজো। যদিও ছুটি শেষে সোমবারের (২ জানুয়ারি) আগেই খেলোয়াড়দের ফিরে আসার সময় বেধে দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু পরিবারের সঙ্গে নববর্ষ উদযাপনে বাড়তি সময় কাটান ফার্নান্দেজ।

যদিও ফার্নান্দেজ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেনফিকা প্রেসিডেন্ট রুই কস্তার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েই বাড়তি ছুটি কাটিয়েছেন তিনি। ইতোমধ্যে পর্তুগালের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতে নেন এনজো ফার্নান্দেজ। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি করেছে, চলতি মাসের শীতকালীন দলবদলে বেনফিকা ছেড়ে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন এনজো। ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংলিশ ক্লাবটিকে ইতিবাচক সাড়াও দিয়েছেন তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply