মার্কিন কংগ্রেসে তিনদফা ভোটাভুটির পরও প্রতিনিধি পরিষদ বা নিম্নকক্ষের স্পিকার নির্বাচনে আসেনি ফলাফল। আজ বুধবার (৪ জানুয়ারি) আবারও এ ইস্যুতে বসবে অধিবেশন। খবর রয়টার্সের।
এর ফলে রিপাবলিকান দলের প্রার্থী কেভিন ম্যাকার্থি আদৌ স্পিকার হচ্ছেন কিনা, সেটি নিয়ে বাড়লো অনিশ্চয়তা। স্পিকার নির্বাচিত হওয়ার জন্য ২১৮ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। কিন্তু মঙ্গলবার তিনদফা ভোটাভুটিতে ম্যাকার্থি পেয়েছেন ২০২ জনের সমর্থন। রিপাবলিকান দলের অপর সদস্য জিম জর্ডান পেয়েছেন ২০ ভোট।
এদিকে, ডেমোক্র্যাটদের সবাই দলীয় প্রার্থী হাকিম জেফরিসকে সমর্থন দিয়েছেন। ২১২ ভোট নিয়ে তিনি এগিয়ে। কিন্তু নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ না থাকায় তিনি স্পিকার হতে পারবেন না ভাবা হচ্ছে।
গেলো বছর যুক্তরাষ্ট্রে হওয়া মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান পার্টি। সে হিসেবে ম্যাকার্থি স্পিকার হবেন, এমনটাই ধরে নেয়া হচ্ছিল। কিন্তু রিপাবলিকানদের মধ্যেই দেখা দিলো বিভক্তি।
/এমএন
Leave a reply