ফের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু

|

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল হয়ে উঠেছে লাতিন দেশ পেরু। দুই সপ্তাহ বিরতির পর বুধবার (৪ ডিসেম্বর) থেকে ফের আন্দোলনে নামে দেশটির সাধারণ মানুষ। খবর আল জাজিরার।

বুধবার রাজধানী পেরুসহ অন্তত ৩৬টি প্রদেশে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। বর্তমান প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্যদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তারা।

এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি শহরে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষও হয় বিক্ষোভকারীদের।

গত মাসে প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করা এবং আটকের পর থেকেই অস্থিতিশীল হয়ে পড়ে দেশটির পরিস্থিতি। বিক্ষোভ-সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন। এখন ফের রুদ্রমূর্তি ধারণ করেছে পেরু।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply