১৮ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

|

১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলো ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান কর্মকর্তা অ্যান্ডি জেসি এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের।

অ্যান্ডি জেসি জানান, আগামী ১৮ জানুয়ারি চাকরিচ্যুত কর্মীদের কাছে পৌঁছে ডাবে আনুষ্ঠানিক চিঠি। আর্থিক ক্ষতির মুখে পড়ায় প্রতিষ্ঠান পরিচালনার ব্যয় কমিয়ে আনতে কর্মী ছাটাইয়ের এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে।

এর আগে গেলো নভেম্বরে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে জানিয়েছিল অ্যামাজন। প্রাথমিকভাবে তিন শতাংশ কর্মী চাকরি হারাবে বলে জানালেও বর্তমান ঘোষণার প্রেক্ষিতে এই হার দাঁড়িয়েছে ৬ শতাংশে। এমনকি নিয়োগ প্রক্রিয়াও বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply