ইরানের ড্রোন উৎপাদনের ওপর কড়া নজরদারি চালাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর এপির।
জানানো হয়, মার্কিন নিষেধাজ্ঞার মাঝেও ড্রোন তৈরি এবং রফতানি চালিয়ে যাবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমনকি ড্রোন তৈরিতে যেসব কোম্পানির যন্ত্রাংশ ব্যবহার করা হয় তাদের সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মূলত তেহরানের ড্রোন উৎপাদন এবং রফতানি নিয়ন্ত্রণের লক্ষ্যেই এ পদক্ষেপ বাইডেন প্রশাসনের।
ইউক্রেনে ইরানের তৈরি কামিকাজি ড্রোন ব্যবহার করছে রাশিয়া, এমন অভিযোগের পরই তৎপর হয় যুক্তরাষ্ট্র। এর জেরে বেশ কিছু কোম্পানির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।
/এমএন
Leave a reply