কাশ্মিরে ১৮০০ সেনা মোতায়েনের ঘোষণা ভারতের

|

ছবি: সংগৃহীত

কাশ্মিরে ১ হাজার ৮০০ আধাসামরিক সেনা (সিআরপিএফ) মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। খবর হিন্দুস্থান টাইমস’র।

সম্প্রতি অঞ্চলটিতে সন্ত্রাসী হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের পর নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে সিআরপিএফ এর সদস্যরা সেনাঘাঁটি থেকে রওনা দিয়েছে। অঞ্চলটির বাড়তি নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাশ্মিরে গত দুই সপ্তাহে একাধিক সন্ত্রাসী হামলায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি রাজ্যের রাজৌরি জেলার একটি গ্রামে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের পর নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply