সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রেহাই পেলো উত্তরাখণ্ডের ৫০ হাজার মানুষের বসতভিটা

|

অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে উচ্ছেদ থেকে রেহাই পেলো ভারতের উত্তরাখণ্ডের ৫০ হাজার মানুষের বসতভিটা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আদালতের রায়ে হলদোয়ানির সংখ্যালঘুদের মধ্যে স্বস্তি ফিরে আসে। খবর হিন্দুস্তান টাইমসের।

আগামী মাসে এই ইস্যুতে আবারও শুনানি হবে। আদালত বলেন, রাতারাতি অর্ধলক্ষ মানুষকে উৎখাত করা অসম্ভব। এরসাথে মানবিক দিক জড়িয়ে আছে, এমনটা পর্যবেক্ষণ দেন কোর্ট। একইসাথে বলেন, কার্যকরী সমাধান না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে উচ্ছেদ কার্যক্রম। হাইকোর্টের প্রস্তাবনায় বলা হয়েছিলো, আধা-সামরিক বাহিনীর মাধ্যমে সেখানকার বাসিন্দাদের সরানোর কথা। যাকে অযৌক্তিক আখ্যা দিলেন সর্বোচ্চ আদালত। বললেন- কয়েক দশক ধরে বসবাস করা মানুষের সাথে এমন ব্যবহার অপমানজনক।

গেলো ২০ ডিসেম্বর, উত্তরাখাণ্ড হাইকোর্ট রায় দেন হলদোয়ানি এলাকায় রেললাইনের জমি জবরদখল করে রাখা হয়েছে। সেখানকার সাড়ে ৪ হাজার পরিবারকে উচ্ছেদের নির্দেশ দেন উচ্চ আদালত। যাদের বেশিরভাগই সংখ্যালঘু মুসলিম।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply