আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে দুদকের অভিযোগপত্র

|

ফাইল ছবি

বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এবং তার স্ত্রী জামিলা নাজনীন মাওলার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের বিবরণী দাখিল না করার মামলায় তাদের বিরুদ্ধে চার্জশীট দেয় সংস্থাটি।

বৃহস্পতিবার (৫জানুয়ারি) বিচারিক আদালতে এ অভিযোগপত্র জমা দেন সংস্থাটির উপ-পরিচালক নাসির উদ্দিন। এর আগে, ২০১৯ সালের ২৪শে ডিসেম্বর এ দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলো দুদক। তিনবছর তদন্তের পর আদালতে এ মামলার অভিযোগপত্র দেয়া হলো।

২০১৯ সালের ১৩ মে আসলাম চৌধুরী ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে নোটিশ করে দুদক। কারাবন্দি থাকায় কারাগারেও তখন নোটিশ পাঠানো হয়েছিলো। তখন নোটিশ পেয়ে তিন মাস সময় চেয়ে আবেদন করেন তারা। এ দম্পতিকে প্রথমে ২১ পরে আরও ১৫ কর্মদিবস সময় দেয় দুদক।

কিন্তু, তিনি ওই সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করে কারা কর্তৃপক্ষের কাছে তিন মাস সময় চেয়ে ফের আবেদন করেন। কিন্তু, সময় বৃদ্ধির সুযোগ নেই- জানিয়ে পরে মামলা দায়ের করে দুদক। এখন আদালতে সেই মামলার অভিযোগপত্র দিলো দুদক।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply