৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

|

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় বয়ে চলেছে টানা শৈত্যপ্রবাহ। কমছে তাপমাত্রার পারদ। শুক্রবার (৬ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এতে যেন কাঁপছে পুরো জেলা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। মাঝে মধ্যে কিছুটা উঁকি দিলেও নেই উত্তাপ। চারপাশ জুড়ে থাকছে ঘন কুয়াশার দাপট। হিম শীতল বাতাসে শীতের তীব্রতা জানান দিচ্ছে কয়েকগুণ। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না মানুষজন। যারা বের হচ্ছেন তারাও গরম কাপড় পরে শীতের প্রস্তুতি নিয়েই বের হচ্ছেন। শীতের তীব্রতায় শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। টান পড়ছে তাদের আয় রোজগারে।

ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। প্রতিনিয়ত নতুন রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। এছাড়া, ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে কৃষি কাজ। এ মৌসুমে ধানের বীজতলা তৈরি, ভুট্টা ও আলুসহ বিভিন্ন কাজ করছেন কৃষকরা। তবে ফলন বিপর্যয়ের আশঙ্কা করেছে তারা।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গত দুদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এ রকম পরিস্থিতি বিরাজ করতে পারে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply