উদ্বোধনী ম্যাচে লজ্জার রেকর্ড গড়লো চট্টগ্রাম

|

ছবি: সংগৃহীত

উদ্বোধনী ম্যাচে বিপিএল ইতিহাসে সবচেয়ে কম রান করার রেকর্ড গড়লো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৯ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস, সর্বোচ্চ ২৫ রান করেন আফিফ হোসেন। সিলেট সিক্সার্সের হয়ে ৪টি উইকেট নেন রেজাউর রাজা।

এর আগে বিপিএলের উদ্বোধনী ম্যাচে সর্বনিম্ন রান করার লজ্জার রেকর্ডটি ছিলো রংপুর রাইডার্সের। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৯৮ রানে অলআউট হয়েছিলো দলটি। এবার রংপুরের সেই লজ্জার রেকর্ডটি নিজেদের করে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই টেস্ট সুলভ ব্যাটিং করতে থাকে চট্টগ্রামের খেলোয়াড়রা, প্রথম দুই ওভারে রান সংখ্যা দুই। চিরচেনা মিরপুরের উইকেট আবারও প্রমাণ করে এটা বোলারদের স্বর্গ। চট্টগ্রামের ব্যাটারদের আসা- যাওয়ার মিছিলে এক প্রান্তে দাঁড়িয়েছিলেন আফিফ হোসেন। শেষ পর্যন্ত তিনিও আসা যাওয়ার মিছিলে সামিল হন। ব্যক্তিগত ২৫ রান করে সাজঘরে ফেরেন আফিফ। রেজাউর রাজা, মোহাম্মদ আমির, কলিন অ্যাকারম্যানের দায়িত্বশীল বোলিংয়ে ৮৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

এর আগে, সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে টস করতে নামলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম। বিপিএলের প্রথম ম্যাচের টস হলো বেলা ১-৩০ মিনিটে, মানে খেলা শুরু হবে বেলা ২টায়। অথচ ঘণ্টাখানেক আগপর্যন্তও এ ম্যাচ শুরুর সময় ছিল দুপুর ২-৩০ মিনিট! বিতর্কে ভরা বিপিএল শুরুটাও হলো বিতর্কের মাধ্যেমেই।

৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে সিলেট স্ট্রাইকার্স।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply