বিপিএলের ঘুমপাড়ানি সূচনা; চট্টগ্রামকে হারিয়ে সিলেটের জয়

|

ছবি: সংগৃহীত

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের দেয়া ৯০ রানের টার্গেট ৪৫ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে গেছে সিলেট। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার আরেক প্রস্থ উপাখ্যান বিপিএলের উদ্বোধনী ঘুমপাড়ানি ম্যাচেই হয়তো লেখা হয়ে গেল।

শুক্রবার (৬ জানুয়ারি) নির্ধারিত সময় আড়াইটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তড়িৎ সিদ্ধান্তে ২টায় শুরু হয় প্রথম ম্যাচ। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট পেসারদের দাপটে শুরু থেকেই উইকেট হারায় চট্টগ্রাম। মাশরাফী-আমিরদের পর ত্রাস হয়ে ওঠেন রেজাউর রাজা। সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন তরুণ এই পেসার। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন আফিফ হোসেন ধ্রুব। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

জবাবে শুরুতে কলিন আকারম্যানের উইকেট হারালেও ৬৩ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন নাজমুল শান্ত ও জাকির হাসান। জাকির ২৭ রানে ফিরলেও ৪৩ রান করে দলের জয় নিশ্চিত করেন নাজমুল শান্ত।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply