বিপিএলে আজ রয়েছে দু’টি ম্যাচ। দিনের প্রথম খেলায় ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। আর একই ভেন্যুতে অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট স্ট্রাইকার্সের প্রতিদ্বন্দ্বিতা করবে ফরচুন বরিশাল।
নতুন নামে বিপিএলে প্রত্যাবর্তন ঢাকা ডমিনেটর্সের। দেশি-বিদেশিদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে তারা। যেখানে তাসকিন-শরিফুলদের পাশাপাশি দলে রাখা হয়েছে আহমেদ শেহজাদ-শান মাসুদদের মতো ক্রিকেটারদের। আর কোচ হিসেবে ঢাকার ডাগআউটে থাকছেন লঙ্কান কিংবদন্তী চামিন্দা ভাস।
তবে ছেড়ে কথা বলবে না খুলনা টাইগার্স। গত আসরে ঢাকার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল আছেন এই স্কোয়াডে। সেই সাথে এক ঝাঁক তরুণ ও অভিজ্ঞতার মিশেলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে জয় দিয়ে এবারের আসর শুরু করা সিলেট স্ট্রাইকার্স আছে চনমনে মেজাজে। এরই মধ্যে নিজেদের ব্যাট-বলে ঝলক দেখিয়ে শক্তির জায়গাটা জানান দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
তবে ফরচুন বরিশালও আভাস দিচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বিতার। সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে ধরে রাখার পাশাপাশি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে দলে টেনেছে বরিশাল। এক ঝাঁক দেশি তরুণ ক্রিকেটারদের সাথে বিদেশি কোটায় দলটির স্কোয়াডে আছেন ইফতেখার আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রাকিম কর্ণওয়ালদের মতো তারকারা।
/এনএএস
Leave a reply