বৈরি আবহাওয়ার মধ্যেই ইউরোপজুড়ে পালিত হলো থ্রি কিংস ডে

|

বৈরি আবহাওয়ায় মাঝেই ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলোতে উদযাপিত হলো ইপিফ্যানি বা থ্রি কিংস ডে। রীতি অনুসারে, প্রতিবছর ৬ জানুয়ারি জমকালোভাবে আয়োজিত হয় এ উৎসব। এবারের উৎসবের আমেজে তেমন কোনো প্রভাব রাখতে পারেনি আবহাওয়ার বৈরিতা। খবর ইউএসএ টুডের।

প্রতিবছরের মতো এবারও দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। পৌরাণিক সাজে রাজপথে নামেন শিল্পীরা, বিশেষ সংগিত ও নাচের মাধ্যমে চলে প্যারেড। শিশুদের মাঝে চকলেট ও উপহারও বিলি করা হয়। এছাড়া রাজার সাজে শিল্পীরা আর্শিবাদ করেন নবজাতকদের।

নজরকাড়া এ প্রদর্শনী দেখতে শিশুদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। খ্রিষ্টধর্ম অনুযায়ী, যীশুর জন্মের ১২ দিন পর তার সাথে উপহার নিয়ে সাক্ষাৎ করেন তিন সাধু ম্যালশিওর, ব্যাল-থ্যাজার এবং ক্যাসপার। সেখান থেকেই ছড়িয়ে দেন খ্রিস্টধর্মের আগমনী বার্তা। তাদের স্মরণেই সেই দিনটি ইপিফ্যানি হিসেবে পালিত হয়ে আসছে প্রতিবছর।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply