ইল্যুশন বা ছবির ধাঁধাঁ নিয়ে সাধারণত মানুষের আগ্রহ অনেক। চোখের সামনে থাকতেও অনেক কিছুই যে অদেখা থেকে যায় শুধু সূক্ষ্ম পর্যবেক্ষণের অভাবে, সেটিই যেন বারবার শিখিয়ে দেয় এসব ছবির ধাঁধাঁ। সেই সাথে মস্তিস্কের ব্যায়ামও হয়ে যায় কতকটা।
তেমনই একটি ছবি সম্প্রতি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দীর্ঘ সবুজ অরণ্যের মাঝে লুকিয়ে আছে তিনটি সিংহ। এক পলকেই পাওয়া যায় একটিকে। তবে মস্তিস্ককে না খাটালে বাকি ২টিকে খুঁজে পাওয়া মুশকিল।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, মাত্র ৮ সেকেন্ডের মধ্যেই ৩টি সিংহকেই খুঁজে বের করতে হবে। এই সময়ের মধ্যেই যদি সিংহ তিনটি আপনার চোখে ধরা পড়ে, এর অর্থ হলো, আপনার মস্তিস্কের কার্যক্ষমতা বেশ ভালো। কম সময়ে অতি সূক্ষ্ম জিনিসও ধরা পড়ে আপনার চোখে।
যদি ৮ সেকেন্ড পরও সিংহ তিনটিকে খুঁজে না পেয়ে থাকেন, তবে আপনার জন্য রইলো সমাধান-
এসজেড/
Leave a reply