স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী ছিন্নমূল, মাদকাসক্তসহ ৫১ জনকে আটক করে রাজধানীর মিরপুর সরকারি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগর পুলিশ, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর যৌথভাবে অভিযান পরিচালনা করে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকায় অবস্থানরত ছিনতাইকারী, ছিন্নমূল, মাদকাসক্ত, পথশিশু, আশ্রয়হীন, গৃহহীন, পরিচয়হীন ও অসহায় বিভিন্ন বয়সী ৫১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে কয়েকজন এইচআইভি রোগীও রয়েছে। সেখানে তাদের সংশোধন, চিকিৎসা ও কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে টঙ্গীর ওই এলাকায় ভাসমানভাবে অবস্থান করে ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কাজ করে আসছিল। ফলে এলাকায় জন নিরাপত্তাসহ নানা অপরাধ বাড়ছিল।
এটিএম/
Leave a reply