ইসরাইল পুলিশকে সকল পাবলিক স্পেস থেকে ফিলিস্তিনের পতাকা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে দেশটির নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে নিরাপত্তা মন্ত্রী বলেন, ফিলিস্তিনি পতাকা ওড়ানো এখন থেকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে গণ্য করা হবে। ফিনিস্তিনি পতাকাকে তিনি সন্ত্রাসী সংগঠনের পতাকা আখ্যা দিয়ে তিনি বলেন, পতাকা উড়িয়ে সন্ত্রাসবাদকে উসকে দেয়ার সুযোগ দেয়া হবে না। তাই সব জায়গা থেকে পতাকা সরিয়ে ফেলতে পুলিশকে নির্দেশ দিয়েছি।
ইসরাইলে এতোদিন ফিলিস্তিনি পতাকা ওড়ানোকে আইনত বৈধ হিসেবে গন্য করা হতো। তবে যদি সেদেশের পুলিশ অথবা সৈন্য ফিলিস্তিনি পতাকাকে কোথাও নিরাপত্তা হুমকি মনে করে তবে তা সরিয়ে ফেলতে পারে।
এটিএম/
Leave a reply