লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ৪০ হাজার পিস ইয়াবাসহ হাফিজ উল্যাহ বাহাদুর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে র্যাব-১১ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার (৯ জানুয়ারি) রাতে পূর্ব চররমনী মোহন গ্রাম থেকে হাফিজ উল্যাহকে আটক করা হয়। সে ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান জানান, সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবাগুলো নিয়ে আসা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।
এএআর/
Leave a reply