শোয়েব মালিকের ফিফটিতে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ রংপুরের

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাকিব। পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিকের হার না মানা অপরাজিত ৫৪ রানের উপর ভর করে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে রংপুর। ইনিংসের প্রথম বলেই সাকিবের স্পিন ঘূর্ণিতে উইকেটরক্ষক আনামুল হক বিজয়ের হাতে তালুবন্দি হন নাঈম শেখ। শুরুর ধাক্কা কিছুটা সামলে ওঠার আগেই বিদায় নেন শেখ মাহেদী হাসান। ৭ বলে ৬ রান করে এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন মাহেদী। সিকান্দার রাজা এসেও প্রতিরোধ গড়তে পারেননি বরং, আসা যাওয়ার মিছিলে তিনিও সামিল হন। ৭ বলে ২ রান করে ডি সিলভার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন রাজা। ৪৩ রানে ৩ উইকেটের পতনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স।

ওপেনার রনি তালুকদারকে নিয়ে শুরুর বিপর্যয় সামলান পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিক। আগের ম্যাচে দুর্দান্ত অর্ধশতক পাওয়া রনি তালুকদার এই ম্যাচেও ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন। এরপর আবার আসা যাওয়ার মিছিলে সামিল হয় রংপুরের ব্যাটাররা। তবে, এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন শোয়েব মালিক। শেষ পর্যন্ত ৫টি চার ও ২টি বিশাল ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন মালিক।

শোয়েব মালিকের ব্যাটের উপর ভর করেই নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ পায় রংপুর রাইডার্স। ফরচুন বরিশালের হয়ে ২টি করে উইকেট পান ডি সিলভা ও মেহেদী মিরাজ এবং ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান, করিম জানাত এবং এবাদত হোসেন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply