৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

|

ছবি: সংগৃহীত

৭.৬ মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ায়। শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর অস্ট্রেলিয়ার কিছু অঞ্চল। ভূমিকম্পের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা তুলে নেয়া হয়। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে গভীর সমুদ্রে সৃষ্টি হওয়া ভূমিকম্পটি অনুভূত হয়েছে পূর্ব ইন্দোনেশিয়ার তানিম্বর দীপপুঞ্জে। কম্পন অনুভূত হয় আশেপাশের রাজ্যগুলোতেও। মূল ভূমিকম্পের পর অন্তত ৪ টি আফটারশকে কেঁপে উঠে গোটা এলাকা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গ্রামাঞ্চলের বহু ঘরবাড়ি। তবে এ ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো ভূ-পৃষ্ঠের প্রায় ১০৫ কিলোমিটার গভীরে। গভীর ভূমিকম্পে ভূ-পৃষ্ঠে ক্ষতির পরিমাণ কম হলেও তা তীব্রভাবে অনুভূত হয়। যার ফলে অস্ট্রেলিয়ার ডারডইন শহরসহ বহু অঞ্চলে ব্যপকভাবে কম্পন অনুভূত হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply