ভিরাটের সেঞ্চুরিকে চ্যালেঞ্জ জানাতে পারেননি দাসুন শানাকা; জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু ভারতের

|

ভিরাট ঝড়ে ম্লান হলো দাসুন শানাকার শতরান। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়েছে ভারত। স্বাগতিকদের ৭ উইকেটে গড়া ৩৭৩ রানের জবাবে ৮ উইকেটে ৩০৬ রানে থামে লঙ্কানরা।

গুয়াহাটিতে টস হেরে ব্যাট করতে নামে ভারত। রোহিত শর্মা-শুভমান গিল ১৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন মাত্র ১১৮ বলে। রোহিত ৮৩ ও গিল ৭০ রান করে আউট হন। তবে কোহলি খেলেন ১১৩ রানের ইনিংস। হাঁকান ক্যারিয়ারের ৪৫তম ওয়ানডে সেঞ্চুরি। শ্রীলঙ্কার হয়ে পেসার কাসুন রাজিথা ৮৮ রান খরচায় নেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে পাথুম নিশানকা ও অধিনায়ক দাসুন শানাকা ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি। নিশানকা ৭২ রানে আউট হলেও শানাকা অপরাজিত থাকেন ১০৮ রানে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩০৬ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply