বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা চলাকালে মাঠে অসদাচরণের জন্য ফরচুন বরিশালের সাকিব আল হাসান, এনামুল হক বিজয় ও রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহানকে জরিমানা করেছে বিসিবি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় এ তিন ক্রিকেটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
বিকেলে ম্যাচ চলাকালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঘটে অপ্রীতিকর এক ঘটনা। বরিশালের ইনিংসের শুরুতে কোন ওপেনার প্রথম বলটি খেলবেন, সেই ইস্যুতে মাঠে ঢুকে আম্পায়ারদের সাথে বিতর্কে জড়ান সাকিব। যেখানে বোলার দেখে কোন ওপেনার স্ট্রাইক নেবেন আগে- সেটা ঠিক করার ক্রিকেটের যে আইন আছে, শেষ পর্যন্ত তা মেনে নেন আম্পায়ার। কিন্তু নিয়ম ভেঙে মাঠে ঢুকে আবারও আইন ভেঙেছেন সাকিব। যদিও সাকিবের দাবি অন্যায্য ছিল না। তবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল ও রংপুরের তিন ক্রিকেটার সাকিব, সোহান ও বিজয়ের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে বিসিবি।
রংপুর রাইডার্সের ১৫৮ রান তাড়া করতে নেমেছেন ফরচুন বরিশালের ২ ওপেনার চতুরাঙ্গা ডি সিলভা ও এনামুল বিজয়। প্রথমে স্ট্রাইক এন্ডে ছিলেন বাঁহাতি চতুরাঙ্গা। ডানহাতি অফস্পিনার শেখ মেহেদী হাসানকে এগিয়ে আসতে দেখে, স্ট্রাইক নেয়ার সিদ্ধান্ত নেন ডানহাতি এনামুল বিজয়। কিন্তু আম্পায়ার বেঁকে বসেন। আর এনিয়েই সাকিব ঢুকে পড়েন মাঠে। আম্পায়ারের সাথে চলে প্রায় ৫ মিনিট ধরে বাদানুবাদ। নিয়ম অনুযায়ী বোলার দেখে ওপেনাররা ঠিক করেন- কে খেলবেন প্রথম বলটি, মূলত সেটিই মনে করিয়ে দেন সাকিব। আম্পায়াররা মেনেও নেন তা। সাকিবকে বুঝিয়ে-শুনিয়ে পরে উপরে পাঠানো হয় শেষ পর্যন্ত শেখ মেহেদীকে বল না দিয়ে প্রথম ওভার করানো হয় বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে দিয়ে। প্রথমে স্ট্রাইক নেন চতুরাঙ্গা। ওই ওভারে চতুরাঙ্গা রাকিবুলের বলেই আউট হন।
তবে সঠিক দাবি নিয়ে আম্পায়ারের ভুল ভাঙ্গিয়ে দিনশেষে আবারও আলোচনায় সাকিব। বলা হচ্ছে আইন ভেঙে মাঠে ঢুকেছেন নন্দিত-নিন্দিত এই ক্রিকেট চরিত্র।
ইউএইচ/
Leave a reply