সরকার হঠানোর চেষ্টা করছে বিএনপি-জামায়াত, তবে জনগণের সাড়া পায়নি: প্রধানমন্ত্রী

|

নানা অপকর্মের মাধ্যমে সরকার হঠানোর চেষ্টা করছে বিএনপি-জামায়াত; তবে জনগণের সাড়া পায়নি। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনে এসব কথা জানান তিনি। বলেন, এমন কোনো শক্তি বাংলাদেশে তৈরি হয়নি যে, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের নেয়া উদ্যোগের কারণে মূল্যস্ফীতির প্রভাব হ্রাস পেয়েছে। রোজার মাসকে সামনে রেখে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখার উদ্যোগ নেয়া হয়েছে। কেউ যদি মজুত করার চেষ্টা করে অন্য কিছু করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply