‘এ বছরের বেশিরভাগটাই মাঠের বাইরে থাকতে হবে রিশাভকে!’

|

ক্রিকইনফো থেকে নেয়া ছবি।

২০২৩ সালের বেশিরভাগ সময়ই মাঠে দেখা যাবে না ভারতের তারকা উইকেট কিপার-ব্যাটার রিশাভ পান্তকে- ইএসপিএন ক্রিকইনফোর এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) রিশাভের সর্বশেষ অবস্থা ও পরিস্থিতি জানিয়ে বিসিসিআইকে একটি রিপোর্ট দিয়েছে রিশাভের মেডিকেল বোর্ড।

ওই রিপোর্টে বলা হয়েছে, ভয়াবহ ওই গাড়ি দুর্ঘটনায় রিশাভের ৩টি লিগামেন্ট ছিড়ে গেছে। যার দুটিতে এরইমধ্যে অপারেশন করা হয়েছে। ৬ সপ্তাহ পরে বাকি আরেকটি লিগামেন্টের অপারেশন করতে হবে।

রিপোর্টে আরও বলা হয়, পুরোপুরি সেরে ওঠার জন্য রিশাভের আরও সময় দরকার। আগামী ৬ মাস তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। সে হিসেবে নিশ্চিতভাবেই আইপিএলে তাকে পাবে না তার দল দিল্লি ক্যাপিটালস। এমনকি আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও তাকে না পাওয়া যেতে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে, গত ৩০ ডিসেম্বর মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে হওয়া এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন রিশাভ পান্ত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply