ব্রিটিশ-পার্শিয়ান নাগরিকের ফাঁসি নিয়ে উত্তেজনা, প্যারিসে ইরানি রাষ্ট্রদূতকে তলব

|

ইরানে মৃত্যদণ্ড কার্যকর হয়েছে আলিরেজা আকবরির।

ব্রিটিশ-পার্শিয়ান নাগরিক আলি রেজা আকবরির ফাঁসি কার্যকরে ব্যাপক নিন্দা-সমালোচনা চলছে পশ্চিমা বিশ্বে। এ ঘটনার পর তেহরান থেকে সাময়িকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে লন্ডন। খবর বিবিসির।

এ ঘটনার প্রতিবাদে, তেহরানের সিদ্ধান্তকে কাপুরুষোচিত আচরণ- বলে আখ্যা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইরানের প্রসিকিউটর জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দিয়েছে যুক্তরাজ্য। প্যারিসে তলব করা হয়েছে দেশটিতে ইরানের রাষ্ট্রদূতকে। বারবার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হলে ছেড়ে দেয়া হবে না বলে সতর্ক করা হয়।

এর আগে, যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৯ সালে আটক হন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী। শনিবার (১৪ জানুয়ারি) ৬১ বছর বয়সী আকবরির ফাঁসি কার্যকরের খবর জানায় ইরান প্রশাসন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply