নীতি সুদহার বাড়িয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

|

আমানতে প্রবৃদ্ধি কমে যাওয়ায় ব্যাংকিং খাত তারল্য সংকটে রয়েছে। কলমানি বাজারে সুদহার ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। কোনো কোনো ব্যাংক ঋণ কার্যক্রম সীমিত করে ফেলেছে। এমন পরিস্থিতিতে রোববার (১৫ জানুয়ারি) মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এর মাধ্যমে আবারও বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণার পুরোনো পথে ফিরলো কেন্দ্রীয় ব্যাংক।

নতুন মুদ্রানীতিতে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৬ শতাংশ। আর সাড়ে ৭ শতাংশ হবে মূল্যস্ফীতির হার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার দশমিক দুই পাঁচ শতাংশ বাড়িয়েছে। তবে শিল্প ঋণের সুদ হার আগের মতো ৯ শতাংশ থাকছে।

তবে ভোক্তা ঋণের সুদ হার বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। এবার বেসরকারি খাতে ঋণের সীমা বাড়ানো হয়নি। এই ক্ষেত্রে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা গেলোবারের মতো ১৪ দশমিক ১ শতাংশই রাখা হয়েছে। বাড়ছে সরকারের ঋণ গ্রহণের প্রবণতা। ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে প্রবৃদ্ধি ৩৭ দশমিক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ডলারের ওপর চাপ কমতে শুরু করেছে। নিত্যপণ্যের এলসি খুলতে আর কোনো বিড়ম্বনা নেই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply