রিজার্ভ চুরিতে আরসিবিসি ব্যাংকের যোগসাজশ ছিল, নিউইয়র্ক আদালতের রায়

|

নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির মামলা খারিজে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের আবেদন খারিজ করেছেন দেশটির আদালত। সেই সাথে নির্দেশ দেয়া হয়েছে যে, আরসিবিসি ও অন্যান্য বিবাদীদের আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে আদালতে জবাব ও মধ্যস্থতা করতে হবে।

গত ১৩ জানুয়ারি নিউইয়র্ক স্টেট কোর্ট ‘মোশন টু ডিসমিস’ আবেদনের বিষয়ে এই রায় দেন।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাহী পরিচালক মেজবাউল হক জানান, এই রায়ের মাধ্যমে বিবাদীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশের মামলা পরিচালনায় আর কোনো বাধা থাকলো না।

এর আগে, ২০২০ সালের ২৭ মে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংকিং কর্পোরেশনসহ (আরসিবিসি) ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালতে তা খারিজের আবেদন করেন অন্যতম অভিযুক্ত কিম অং। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে আরসিবিসির উদ্দেশ্যপ্রণোদিত যোগসাজশ ছিল।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply