খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলা সদরের জিরো মাইল এলাকায় পরিবহনের সময় পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলা শহরের শালবন এলাকার বাসিন্দা মো. রাজু, মাটিরাঙ্গা উপজেলার রামছিড়া ও করিম মাস্টার পাড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম ও মো. জহিরুল ইসলাম।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ জানান, গভীর রাতে একটি সিএনজিকে সন্দেহ হওয়ায় পুলিশ সিগন্যাল দেয়। এ সময় সিগন্যাল অমান্য করে সিএনজিটি দ্রুত গতিতে পালিয়ে যেতে চাইলে পুলিশ পেছন থেকে ধাওয়া করে। পরে সিএনজি চালকসহ আরোহী অপর দু’জনকে আটক করে দেহ তল্লাশি করলে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজাসহ তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
আসামিদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মাদকের নিয়ন্ত্রণে যেকোনো ধরনের অভিযানে পুলিশি কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।
ইউএইচ/
Leave a reply