ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর কাঠালডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হোসেন আলী (১৮) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

আজ শনিবার ভোরে ভারতের নারগাঁও বিএসএফ জোয়ানদের গুলিতে এ ঘটনা ঘটে। হোসেন আলী হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তফা আলীর ছেলে।

হরিপুর থানা সুত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে গরু ব্যবসায়ী হোসেন আলীসহ কয়েকজন ভারতে গরু আনতে যায়। তারা কাঁঠালডাঙ্গী সীমান্তের ৩৬৯ নং পিলারের তারকাটা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও হোসেন আলী গুলি বিদ্ধ হয়। তার সাথীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে তার চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যায় হোসেন আলী।

হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহত হোসেন আলীর লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply