সৈন্যদের দাড়ির ওপর নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করলেন রমজান কাদিরভ

|

ছবি: সংগৃহীত

রাশিয়ান সৈন্যদের দাড়ি রাখার ওপর নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন চেচেন অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। খবর ডেইলি সাবাহ’র।

রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধরত তার বাহিনী মুসলমান এবং মুসলমানদের মুখে দাড়ি রাখা ধর্মীয় কর্তব্য।

বুধবার (১৮ জানুয়ারি) সংবাদমাধ্যম আরবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং পার্লামেন্ট সদস্য ভিক্টর সোবোলেভ দাড়ি, ব্যক্তিগত স্মার্টফোন এবং ট্যাবলেটের ওপর নিষেধাজ্ঞাকে ‘সামরিক শৃঙ্খলার প্রাথমিক অংশ’ হিসেবে উল্লেখ করেন।

এরই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কাদিরভ লিখেছেন, লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর সোবোলেভের অনেক অবসর সময় আছে। কারণ, সামরিক আচরণবিধি বারবার পড়া ছাড়া তার আর কিছুই করার নেই।’

সোবোলেভের মন্তব্যকে স্পষ্ট উসকানি বলে অভিহিত করে কাদিরভ বলেন, অধিকাংশ মুসলিম সেনা ধর্মীয় দায়িত্বের অংশ হিসেবে দাড়ি রাখে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচেন প্রজাতন্ত্রের শাসক রমজান কাদিরভ। তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শক্তিশালী বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। ইউক্রেন যুদ্ধের শুরুতেই তিনি রুশ বাহিনীর পক্ষে যোগ দিয়েছিলেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply