ম্যাচ জয়ের পর জরিমানা গুণতে হলো ভারতকে

|

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শ্বাসরুদ্ধকার প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানে হারায় ভারত। কিন্তু সেই ম্যাচে নির্ধারিত সময়ের পর তিন ওভার বাকি ছিল রোহিতদের। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে জরিমানা গুণতে হয়। প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেয়া হয়।

তিন ওভার বাকি থাকায় রোহিতদের ৬০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। ম্যাচ রেফারির কাছে রোহিত নিজেদের ভুল স্বীকার করে নেয়ায় কোনও শুনানি হবে না বলে জানিয়েছে আইসিসি।

এর আগে, শুভমান গিলের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান করে ভারত। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ব্র্যাসওয়েলের দুর্দান্ত ১৪০ রানেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড। ৩৩৭ রানেই থামে নিউজিল্যান্ডের ইনিংস।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply