বগুড়া ব্যুরো:
বগুড়ায় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বাড়ি বিক্রি করায় এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ জানুয়ারি) বগুড়ার কদমতলী আশ্রয়ণ প্রকল্পে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকার কদমতলী আশ্রয়ণ প্রকল্পে মুজিববর্ষের উপহার হিসেবে একটি বাড়ি বরাদ্দ পান স্থানীয় বাসিন্দা জামরুল শেখ। গত নভেম্বরে জামরুল তার নামে বরাদ্দ বাড়িটি ৭০ হাজার টাকায় বিক্রি করেন একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইদ্রিস আকন্দের কাছে। খবরটি জানাজানি হলে শুক্রবার ওই আশ্রয়ণ প্রকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে উপহারের ঘর বিক্রি করায় জামরুল শেখকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জামরুল শেখের নামে বরাদ্দ হওয়া বাড়ির দলিলপত্র জব্দ করে তার বরাদ্দ বাতিল করা হয়।
এ প্রসঙ্গে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন জানান, বাড়ির ক্রেতা ইদ্রিস আকন্দের বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন। ইদ্রিস ভূমিহীন না হলে তার বাড়ির বরাদ্দও বাতিল করা হবে বলে জানান তিনি।
/এসএইচ
Leave a reply